26954

04/21/2025 ধামইরহাট সীমান্তে বিজিবির ফেন্সিডিল উদ্ধার

ধামইরহাট সীমান্তে বিজিবির ফেন্সিডিল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২১ এপ্রিল ২০২৫ ১১:৪৫

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা চকিলাম গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।

বিজ্ঞপ্তিতে আরো জানান, উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করেন। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের কারনে মাদকদ্রব্য ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]