26957

04/22/2025 পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ধামইরহাটে ছাত্রদলের মানববন্ধন

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ধামইরহাটে ছাত্রদলের মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২১ এপ্রিল ২০২৫ ১৬:১২

নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং জুলাই-আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ছুরিকাঘাতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজে ক্যাম্পাসের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির, কলেজ ছাত্রদল নেতা মোরশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য মোস্তাকিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বিপ্লব, আব্দুর রউফ, জেলা কলেজ ছাত্রদলের নেতা আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য রাশেদ হাসান, কলেজ শিক্ষার্থী মোসা. ন্সুাইবা, আরিফা, সালমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]