26966

04/22/2025 ঢাকাতেই ৭৭ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন

ঢাকাতেই ৭৭ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন

রাজটাইমস ডেস্ক

২১ এপ্রিল ২০২৫ ২৩:৪৭

এ বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৯ এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায়, এ সুবিধা পাবেন ৭৭ হাজার হজযাত্রী। চট্টগ্রাম ও সিলেট হয়ে যারা হজে যাবেন; তারা থাকছেন আওতার বাইরে।

সোমবার (২১ এপ্রিল) এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদফতর ও ধর্ম মন্ত্রণালয়।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার জন। হজযাত্রীদের পবিত্র হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদফতর ও হজ মন্ত্রণালয়। পরে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, সৌদি আরব কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ আলোচনা হলো। এটি মূলত মক্কা রুট ইনিশিয়েটিভের একটি উদ্যোগ। হাজিদের ফ্যাসিলিটেইট করা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি, আগের মতোই হাজীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের হজযাত্রীরা যে দুটি ক্ষেত্রে সুবিধা পান তার একটি হলো সৌদি আরবে পৌঁছানোর পর যে ইমিগ্রেশন হওয়ার কথা সেটা বাংলাদেশের বিমানবন্দর ছাড়ার আগেই হয়। আরেকটি হলো হজযাত্রীদের যে লাগেজ ম্যানেজমেন্ট; এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে হ্যান্ডেল করে। হজযাত্রীরা যে হোটেলে ওঠেন সে হোটেলে লাগেজ পৌঁছে যায়। এ দুটি সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে তারা পান।

মহাপরিচালক বলেন, প্রতিবারের মতো আমাদের হজযাত্রীরা ইমিগ্রেশন ক্রস করে যাবেন এবং সেখানে ঝামেলাবিহীন তাদের লাগেজটা পৌঁছাবে।

ভিসা জটিলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, ভিসার কোনো সমস্যা ছিল না। এটা ছিল মূলত বাড়ি ভাড়ার সমস্যা। বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। এরই মধ্যে হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]