26975

04/23/2025 রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ১

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ১

রাজ টাইমস ডেস্ক

২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৫

রাজশাহীতে এক ব্যক্তির কাছ থেকে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মাসুম (৩০) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামের বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার একটি দল সোমবার দিবাগত রাতে মাসুমকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার সকালে আরএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটে গত রোববার (২০ এপ্রিল) সকালে, বোয়ালিয়া থানা সংলগ্ন ঘোড়ামারা এলাকায়। ভুক্তভোগী দিলীপ কুমার প্রামানিক, যিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশার যন্ত্রাংশের দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত, সেদিন রিকশায় করে টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

দিলীপ জানান, আগের দিনের বিক্রির ১৩ লাখ টাকা তিনি মহাজনের বাসায় রেখেছিলেন এবং সেখান থেকে সেই টাকা নিয়ে রওনা দেন। মাসুমের রিকশায় চড়েই তিনি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ রিকশাটি একটি সরু গলির দিকে মোড় নেয়। ঠিক তখনই একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এসে রিকশার সামনে বাধা দেয়। তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং অপরজন ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

প্রতিরোধ করতে গেলে দিলীপ ছুরিকাঘাতের শিকার হন- ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা মূল ব্যাগসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর রিকশাচালক মাসুম কোনো ভাড়া না নিয়েই সেখান থেকে পালিয়ে যান, যা তাঁর বিরুদ্ধে সন্দেহ জাগায়। তদন্তে নেমে পুলিশ তাঁকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, মাসুম জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং মামলাটি বর্তমানে পুলিশের বিশেষ গুরুত্বে রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]