04/04/2025 রাজশাহীতে হরকাতুল জিহাদের আঞ্চলিক কমান্ডার আটক
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২০ ২১:৫৭
হরকাতুল জিহাদ বাংলাদেশ এর রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে আটক করেছে রাজশাহী নগর পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিক্সা থেকে তাদের আটক করে। এসময় বেশ কিছু জিহাদী বই উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায়, দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিলো আটক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান। সেই ধারাবাহিকতায় তারা আজ ভোরে রাজশাহী আসেন, একটি গোপন বৈঠকে যোগ দিতে।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।
এনএস