04/24/2025 কুয়েট ইস্যুতে উত্তাল রুয়েট, উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
রুয়েট প্রতিনিধি:
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মাসুদ হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন—‘মাসুদের পদত্যাগ চাই’, ‘শিক্ষাঙ্গনে হামলা চলবে না’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘কুয়েটের শিক্ষার্থীরা একা নয়’ ইত্যাদি।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বিল্লাহ রিফাত বলেন, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কুয়েট উপাচার্যকে ন্যূনতম নৈতিক অবস্থান থেকেও পদত্যাগ করা উচিত।"
একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, “আমাদের ভাইবোনেরা অনশনে। তাদের কোনো ক্ষতি হলে ছাত্রসমাজ তার দায় নেবে না। গোটা দেশের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছে।”
মেকাট্রনিক্স বিভাগের এক শিক্ষার্থী রাফি জানান, “ভিসির অনড় অবস্থানে রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে আমাদের ধারণা। রুয়েটের অনেক বিভাগ আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। দাবি আদায়ে আমরা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাব।”
উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।