04/24/2025 কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে ইবির শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি:
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করে।
এসময় শিক্ষার্থীরা বলেন,কুয়েটের ভিসি যে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিলো তার প্রতিবাদে আমরা ভিসির পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এর প্রতিবাদে আমাদের কুয়েটের ভাইয়েরা অনশন কর্মসূচি পালন শুরু করে হাসপাতালে পৌঁছালেও তিনি পদত্যাগ করেননি। আমরা আমাদের ভাইদের এই কর্মসূচির সাথে সংহতি জানাচ্ছি।
এই ভিসি যতক্ষণ না পদত্যাগ করবেন আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।