26985

04/24/2025 মহানবী (সা.)-কে কটূক্তি’র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

মহানবী (সা.)-কে কটূক্তি’র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৪

রাজশাহী নগরীর বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় রাজশাহীর সর্বস্তারের তৌহিদী জনতা ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা ।

বুধবার (২৩ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা কাউকে ছাড়া দিবো না। শ্রী সাগর সাহা (৩০) মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।এ সময় তারা আদালতের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান ।

বক্তারা আরো বলেন, ইতিমধ্যো আমরা তার মায়ের সাথে আমরা কথা বলেছি। তার মাও সন্তানের ফাঁসি দাবি করেছে।

তারা আরো বলেন, এই বাংলার জমিনে আর যেন কেউ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করতে না পরে সেই দিকে মুসল্লিদের সজাগ থাকার প্রতি আহব্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ জাকির হোসাইন, বুলনপুর নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ আশিকুর রহমান ও জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ তানবিন আকতার তকী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে নগরীর বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রী সাগর সাহা (৩০) রাজশাহী মহানগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]