26988

04/24/2025 কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

রাবি প্রতিনিধি:

২৩ এপ্রিল ২০২৫ ২০:৫১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন সাধারণ শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, "কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। একদিন পার হয়ে গেলেও এখনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি।"

বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, "আমরা এক দফা, কুয়েট ভিসির পদত্যাগের দাবি নিয়ে অনশনে বসেছি। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "আমাদের একযোগে অনশনে বসা কুয়েট ভিসির জন্য একটা ম্যাসেজ। অধিকাংশ শিক্ষার্থী নয়, সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছেন। যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।"

এসময় বিকাল ৩টার মধ্যে কুয়েট ভিসি পদত্যাগ না করলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]