27001

04/24/2025 ছাত্রদের এক দফা দাবি মেনে নিল সরকার, কুয়েট ভিসির বিদায়

ছাত্রদের এক দফা দাবি মেনে নিল সরকার, কুয়েট ভিসির বিদায়

রাজ টাইমস ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫ ০৬:২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে সৃষ্ট সঙ্কট নিরসন এবং শিক্ষা কার্যক্রম সচল করার স্বার্থে কুয়েটের ভিসি ও উপ-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সময়ে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে ভিসি’র দায়িত্ব দেওয়া হবে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের কর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। পরবর্তী সময়ে, ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরে এবং ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব ঘটনার প্রতিবাদে ২২ এপ্রিল থেকে ২৯ শিক্ষার্থী ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

শিক্ষা উপদেষ্টা তাঁদের অনশন ভাঙাতে গিয়ে ব্যর্থ হন। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভিসি’র পদত্যাগের দাবি জানায়।

ভিসি অধ্যাপক মাছুদ জানিয়েছিলেন, সরকার তাঁকে না সরালে তিনি পদত্যাগ করবেন না। শেষ পর্যন্ত সরকার তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]