27012

04/25/2025 কাতারের সব দেনা পরিশোধ করা হয়েছে: প্রেস সচিব

কাতারের সব দেনা পরিশোধ করা হয়েছে: প্রেস সচিব

রাজটাইমস ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫ ২৩:২৩

কাতার এখন আর বাংলাদেশের কাছে কোনো টাকা পায় না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে পালিয়েছিল। অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে সেই টাকা পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার (২৩ এপ্রিল) আমরা সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছি।

এ সময় জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি ৬০০ মিলিয়নে নিয়ে এসেছে। দ্রুত সময়ের মধ্যে বাকিটাও পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। এ অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]