27020

04/26/2025 ধামইরহাটে দূর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন

ধামইরহাটে দূর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী খুন হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টায় উপজেলার বড়থা বাজার এলাকার সামেন এ ঘটনাটি ঘটে। নিহত উজ্জল হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশিবাটি এলাকার মো. শাহিদুল ইসলামের ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. রনি জানান, গত বৃহস্পতিবার রাতে বড়থা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে উজ্জল হোসেন সাইকেল যোগে যাচ্ছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী পথ রোধ করে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত উজ্জল হোসেন এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন। সে এলাকার বিভিন্ন হাটবাজারের পাশাপাশি এলাকায় গরু-ছাগল ক্রয় বিক্রয়ের পেশায় জড়িত ছিলেন বলে তিনি জানান। স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী শাকিলা আক্তার। তবে উজ্জল হোসেনের মা নাসিমা ও বড় চাচা জাইদুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেনও সাগর নামে দুই জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে মর্মে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]