27028

04/26/2025 ভারতের ছত্তিশগড়ে এক হাজার মাওবাদী ঘেরাও, নিহত ৫

ভারতের ছত্তিশগড়ে এক হাজার মাওবাদী ঘেরাও, নিহত ৫

রাজটাইমস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫ ২০:৩৪

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে চলছে নকশাল বিরোধী অভিযান। এ অভিযানে নিহত হয়েছে অন্তত পাঁচ মাওবাদী। এরই মধ্যে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের বিশ হাজার নিরাপত্তাকর্মী মিলে এক হাজার মাওবাদীকে ঘেরাও করেছে বিজাপুরে।

টানা আটচল্লিশ ঘণ্টা ধরে চলছে এই নকশালবিরোধী অভিযান। শীর্ষ মাওবাদী নেতা হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবাকে গ্রেফতার করাই হলো এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত মাওবাদী ব্যাটেলিয়নদের এক নম্বর ঘাটি করেগুট্টা পাহাড়কে ঘিরে রেখেছে। এলাকাটি ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা হওয়ায় অভিযানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তাকর্মীরা।

এর আগে ঐ এলাকায় বিপুল সংখ্যক বিস্ফোরক পুতে রাখা হয়েছে জানিয়ে স্থানীয় গ্রামবাসীদের ওই এলাকায় না ঢোকার হুঁশিয়ারি দেয় মাওবাদীরা। এ বছর ছত্তীশগড়ে বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছে ১শ' পঞ্চাশ জনেরও বেশি মাওবাদী।

সূত্র: এনডিটিভি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]