27033

04/27/2025 ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি

ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি

রাজ টাইমস ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫ ১২:১৮

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে লাইন অব কন্ট্রোলে (নিয়ন্ত্রণ রেখা) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে।

কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলিবিনিময় হলো।

এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]