27036

04/27/2025 ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৬ এপ্রিল ২০২৫ ১৬:২৫

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শ্রী. প্রিয়ম কুমার নামে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মঙ্গলিয়া গ্রামের শ্রী. পবিত্র কুমারের ছেলে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশে মটারের সাহায্যে পুকুরে পানি দেয়ার কাজ করছিলেন শিশুর বাবা পবিত্র কুমার। এমন সময়ে ওই শিশু পরিবারের সদস্যদের চোখ আড়াল করে পুকুরের পাশে পৌচ্ছালে পাড় থেকে পুকুরের পানিতে পড়ে যায়।

একপর্যায়ে পরিবারের লোকজন অনেক খোঁজার পরে পুকুরের পানি থেকে শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের কিছুখন পরে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, আমরা খবর নিচ্ছি যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]