27044

04/28/2025 নাইক্ষ্যংছড়ি স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

রাজ টাইমস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫ ০৯:৩০

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে মো. জুবাইর (২৬) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সী সীমান্ত পিলার এলাকার শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক।

আহত মো. জুবাইর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জুবাইর বাড়ি থেকে বের হয়ে সীমান্তের দিকে যান। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় শূন্যরেখায় পৌঁছালে হঠাৎ এক ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে উদ্ধার করে প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের পরিবারের সদস্যরা জানান, জুবাইর লাকড়ি আনতে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি শূন্যরেখায় অবস্থান করছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক বলেন, বিষয়টি তারা জেনেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জুবাইর সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন এবং সেখানেই ল্যান্ডমাইনে বিস্ফোরণের শিকার হন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]