04/30/2025 আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর আশানুরুপ ফলনের সম্ভাবনা
মহিব্বুল আরেফিন
২৯ এপ্রিল ২০২৫ ১৭:০১
চলতি বছর রাজশাহীতে লিচুর আশানুরুপ ফলনের সম্ভাবনা রয়েছে। এবার রাজশাহী অঞ্চলে ৫’শ৩০ হেক্টর জমিতে লিচুর উৎপাদন আশা করা হচ্ছে প্রায় ৩ হাজার ৮’শ মেট্রিক টন। আর আবহাওয়া অনুকূলে থাকার আশানুরুপ ফলনের সম্ভাবনা আশা করা হচ্ছে।
রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এ বছর প্রচুর লিচুর গুটি ধরে। গুটি থেকে এখন পরিপক্ক লিচুতে রুপান্তরের সময় চলছে। সাধারণত জানুয়ারি মাসের শেষের দিকে লিচু গাছে মুকুল আসে এবং মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহে পরিপক্ক লিচু বাজারজাত করার উপযুক্ত সময়। জেলার কৃষি কর্মকর্তা ও চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর উৎপাদন হবে ভালো। এ বছর রাজশাহীতে ৫৩০ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ মেট্রিক টন। এর মধ্যে সবচেয়ে বেশি বাগমারাতে ১১৫ হেক্টর জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৮২৫ মেট্রিক টন।
এছাড়াও সবচেয়ে কম নগরীর বোয়ালিয়া থানায় ১০ হেক্টর জমিতে লিচুর লক্ষ্যমাত্রা প্রায় ৭০ মেট্রিক টন। এছাড়াও পুঠিয়ায় ৭৮ হেক্টর, পবায় ৭৫ হেক্টর, দূর্গাপুরে ৭০ হেক্টর, মোহনপুরে ৫২ হেক্টর, চারঘাটে ৪৫ হেক্টর, তানোরে ৩০ হেক্টর, বাঘাতে ২৮ হেক্টর, মতিহারে ২০ হেক্টর এবং গোদাগাড়ীতে ১৯ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর ২০১৬-১৭ মৌসুমে জেলায় মোট লিচুর চাষ হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয়েছিল ২ হাজার ৫১০ মেট্রিক টন। ২০১৭-১৮ সালে এক একর বেড়ে মোট চাষের জমি দাঁড়ায় ৪৯০ হেক্টরে। ২০১৮-১৯ মৌসুমে চাষের জমি বাড়ে আট হেক্টর। মোট ৪৯৮ হেক্টর জমিতে আবাদ হয় ২ হাজার ৮৭৬ মেট্রিক টন। সে বছর হেক্টর প্রতি উৎপাদন ছিল ৫ দশমিক ৭৮ মেট্রিক টন। ২০১৯-২০ মৌসুমে লিচুর আবাদ আরও দুই হেক্টর বৃদ্ধি পেয়ে মোট ৫০০ হেক্টরে দাঁড়ায়। অপরদিকে ২০২০-২১ মৌসুমে ১৯ হেক্টর জমিতে লিচুর আবাদ বৃদ্ধি পেয়ে মোট চাষের জমি দাঁড়ায় ৫১৯ হেক্টরে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, রাজশাহীর প্রায় সব উপজেলাতেই রয়েছে লিচু বাগান। তাই এই ফলের চাষ খুবই লাভজনক। তবে কোন মৌসুমে ফলন একটু কম আবার কোনো মৌসুমে বেশি হয়। তবে প্রতিবছর লিচুর আবাদ বাড়ছে। এ বছর রাজশাহীতে ৫৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা প্রায় ৩৮শো মেট্রিক টন। কৃষরা জানান, বর্তমানে গাছে লিচু পরিপক্ক হচ্ছে। যার কারণে চাষিরা পরিচর্যার কোন কমতি রাখছেন না। কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে শুধু লিচু চাষ করে জেলার কয়েকশো চাষি স্বনির্ভর হয়েছেন। ফলে প্রতি বছর লিচুর চাষ বাড়ছে। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চফলনশীল চায়না-৩ এবং বোম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ হচ্ছে।