27115

05/02/2025 ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে দিল্লি

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে দিল্লি

রাজটাইমস ডেস্ক

১ মে ২০২৫ ২২:৩৪

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় পূর্ব সীমান্তেও কড়া নজরদারি শুরু করেছে ভারত। বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানানো হয়, পূর্বাঞ্চলীয় সীমান্তগুলো অস্থিতিশীল করার আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা ও ওয়াকফ আইনবিরোধী আন্দোলনে সীমান্তের দুষ্কৃতকারীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে নিরাপত্তা বাহিনী। ওই ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

একটি কেন্দ্রীয় গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, সহিংসতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উসকানি দিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি ও টহল জোরদার করেছে।

এদিকে, পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় দেশটির সীমান্তেও সেনা মোতায়েন শুরু হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তারা বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে, ভারতের পক্ষ থেকে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সীমিত সামরিক অভিযান চালানো হতে পারে।

এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করে পেহেলগাম হামলার জবাবে ‘পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন বলেও সংবাদমাধ্যমে প্রকাশ।

উত্তর-পশ্চিম সীমান্তের পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন পূর্বাঞ্চলীয় সীমান্তেও সেনা ও আধাসামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]