27135

05/04/2025 ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু

ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক

২ মে ২০২৫ ২৩:৪৭

রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিধ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক আহমেদ রাফিধ রাজশাহী সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। তিনি ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।

জানা গেছে, রাফিধের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ঘটনার সময় তার সাথে ছিলেন।

মুস্তাফিজুর বলেন, ‘ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে এল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]