2716

04/19/2025 ২৪ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত ৬২

২৪ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত ৬২

রাজটাইমস ডেস্ক

১ জানুয়ারী ২০২১ ০০:২৪

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও ৬২ জন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে জানানো হয়, বুধবার বিভাগের রাজশাহীতে ছয়জন, নওগাঁয় একজন, নাটোরে নয়জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ২০ জন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় নতুন চারজন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে ৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীর সাতজন, নওগাঁর ১০ জন, নাটোরের দুইজন, জয়পুরহাটের ছয়জন, বগুড়ার ২১ জন এবং পাবনার দুইজন সুস্থ হয়েছেন। বুধবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্যমতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৪০ জন। এদের মধ্যে ২২ হাজার ১৫৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৬৪ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]