27170

05/05/2025 হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে ইবিতে "বিক্ষোভ মিছিল"

হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে ইবিতে "বিক্ষোভ মিছিল"

ইবি প্রতিনিধি:

৫ মে ২০২৫ ০০:০৮

গাজীপুরে জুলাই আন্দোলনের অগ্রনায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ‍্য সংগঠক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার ( ৪ মে ) রাত ১০ টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস.এম সুইট এবং সহ- সমন্বয়ক নাহিদ হাসান,গোলাম রব্বানী,তানভীর মাহমুদ মন্ডল প্রমুখ।

মিছিলে আন্দোলনকারীরা “আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ওয়ান টু থ্রি ফোর ওয়ামী লীগ নু মোর,ওয়ান টু থ্রি ফোর ছাত্রলীগ নু মোর ,ওয়ান টু থ্রি ফোর ফ‍্যাসিজম নু মোর আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে।

প্রতিবাদ সমাবেশে সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যক্তি টার্গেট করে হামলা করছে। আমাদের একমাত্র দাবি হাসিনার নেতৃত্বে যে লীগ হত্যাযজ্ঞ করেছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ইন্টেরিম সরকারের প্রধান দায়িত্ব ছিলি আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিচার ও নিষিদ্ধ করা। আমার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল নিজেদের স্বার্থে চুপ রয়েছে। আমাদের সবাইকে মিলে জুলাইকে বাচাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তীব্র আন্দোলনে যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, আমরা প্রথমেই জুলাই আন্দোলনের কাণ্ডারী হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকার দায়িত্বগ্রহণের প্রায় বছর হয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। আমরা যখন সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি থেকে সরে আসছে। আওয়ামীলীগ নিষিদ্ধের কথা উঠলেই হিংসা হয়। আমরা মনে করছি ঐসকল দল আওয়ামীলীগ নিষিদ্ধ চাচ্ছে না কারণ তাহলে হয়তো তাতের ভোট কমে যাবে। স্বৈরাচার আওয়ামীলীগ যে গণহত্যা করেছে তার বিচার হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের সর্বোচ্চ দিয়ে এই দাবি বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনায় একটি দল বৈষম্য বিরোধীদের নিয়ে যে বিবৃতি দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা সম্পুর্ন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এরকম বিবৃতি দিয়েছে। আমরা এ বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের সকল জায়গা থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগকে বিতারিত করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে এ আওয়ামীলীগকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]