27184

05/06/2025 ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২১ মে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২১ মে

রাজ টাইমস ডেস্ক

৫ মে ২০২৫ ১৯:৫৪

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ওই দিন ৩১ মে’র টিকিটও বিক্রি হবে। এরপর ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে পর্যায়ক্রমে ১ থেকে ৬ জুন পর্যন্ত।

এদিকে, ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি ৩০ মে থেকে শুরু হবে।

রোববার (৪ মে) রেলভবন রেলওয়ের মহাপরিচলক মো.আফজাল হোসেনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

এছাড়াও,ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। তাই ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ে এবারের ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন রাখা হয়েছে। এছাড়াও কোরবানি পশু পরিবহনের জন্যেও দুটি রুটে চলাচল করবে তিনটি বিশেষ ট্রেন।

এছাড়াও, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৭ ও ৮ জুনের টিকিট বিক্রয় করা হবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

এদিকে, রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬) চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে। আর ময়মনসিংহ-কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)।

এছাড়াও, আগামী ২ জুন বিকেল ৫টায় কোরবানি পশু পরিবহনের জন্যে ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। ৩ জুনও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলাচল করবে। আর ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]