2719

09/20/2024 ভারত মহাসাগরে পানির নিচে চীনের বিশেষ ড্রোন

ভারত মহাসাগরে পানির নিচে চীনের বিশেষ ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

১ জানুয়ারী ২০২১ ০১:৩০

ভারত মহাসাগরে পানির তলে ড্রোন চালাচ্ছে চীন। এসব ড্রোন ঝাকে ঝাকে ঘুরে বেড়াচ্ছে চীনের আন্ডারওয়াটারে। চীনের গুপ্তচরবৃত্তির জন্য এইসব ড্রোন মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত এসব ড্রোনগুলোর নাম সি উইং গ্লাইডার। চীনা ভাষায় তাদের নাম হাইয়ি। প্রতিরক্ষা বিশ্লেষক এইচআই সুটনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএনআই। 

এএনআই এর প্রকাশিত প্রতিবেদন মতে, ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয়। ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো ৩৪০০ বার গোপন তথ্য সংগ্রহ করেছিল। 

হাই সুট্টন লিখেছেন, একসময় মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল। ২০১৬ সালে চীন আমেরিকার একটি ড্রোনকে ধ্বংস করে দেয়। 

চীনের বক্তব্য ছিল, ড্রোনগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। কিন্তু তারপরে চীন নিজেই ওই ধরনের ড্রোন পাঠিয়েছে। একইসঙ্গে দক্ষিণ মেরুতেও ড্রোন পাঠিয়েছে চীন। 

প্রভাবশালী আন্তর্জাতিক গনমাধ্যম ফোর্বস ম্যাগাজিনে জানানো হয়েছে, চীনের সামরিক নথিপত্রে বলা হয়েছিল, গত বছর ডিসেম্বরে ভারত মহাসাগরে ১৪ টি ড্রোন পাঠানো হবে। পরবর্তীকালে দেখা যায় ১২টি পাঠানো হয়েছে। 
 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]