27194

05/07/2025 ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য কাজ করছে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য কাজ করছে ফ্রান্স : পররাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৬ মে ২০২৫ ১৭:৫৯

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য ফ্রান্স কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

মঙ্গলবার (৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের আরটিএল রেডিওর সাথে এক সাক্ষাৎকারে ব্যারোট বলেন, ফ্রান্স একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, তাদের এ কূটনৈতিক প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে অনুপ্রাণিত করবে।

তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের কণ্ঠস্বর সবসময় স্বোচ্ছার থাকবে। আমরা চাই, অন্যান্য দেশ ফ্রান্সের সাথে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।’

তিনি আরো বলেন, ‘গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার। সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। এজন্য অবিলম্বে মানবিক সহায়তার সুযোগ উন্মুক্ত করতে হবে।’

সূত্র : আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]