05/11/2025 নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
রাজ টাইমস ডেস্ক
৭ মে ২০২৫ ১৭:২৬
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষ থেকে করা আপিল আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার (১৩ মে) দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার পরিপ্রেক্ষিতে আগামী ১৩ মে শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে।