27224

05/08/2025 ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ নিহত, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

‘অপারেশন সিঁদুর’-এ ১০০ নিহত, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

রাজ টাইমস ডেস্ক

৮ মে ২০২৫ ১৫:০০

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন। খবর এনডিটিভির।

প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’। ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে।

বিরোধী দল সরকারকে বলেছে, তারা সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কথা শুনেছি... তারা বলেছে, কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘‘আমরা সবাই সরকারের সাথে আছি’'। ‘

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বদলীয় ব্রিফিংটি সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে, ‘সবাই ম্যাচিউরিটি দেখিয়েছে এবং ঝগড়ায় লিপ্ত হয়নি।

এর আগে বুধবার সন্ধ্যায় সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছিল, অপারেশনে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]