27228

05/09/2025 আ.লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

আ.লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

রাজ টাইমস ডেস্ক

৮ মে ২০২৫ ১৬:১১

আওয়ামী লীগ  করলেও যারা দলটির দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না কিংবা আগেই দলটি থেকে সরে গেছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী রাজনৈতিক সুর পাল্টে বিএনপিতে আশ্রয় নিয়েছেন এমন অভিযোগ আছে খোদ ত্যাগী নেতাকর্মীর। এমন অবস্থায় ১৭ বছর ধরে আওয়ামী লীগের আমলে নির্যাতন-নিপীড়নের শিকার, অন্যদিকে সেই দলের লোকদের দলে আসার সুযোগ দেওয়ার কথা বলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করছেন।

রিজভী বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না। আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন।

সমাজের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিতে পারেন ইঙ্গিত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক-শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না—সেটা হলো প্রশ্ন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]