05/10/2025 শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প ছাত্রশিবিরের
রাজটাইমস ডেস্ক
৯ মে ২০২৫ ১৭:৫৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ছাত্র-জনতা। এই কর্মসূচিতে ফ্রি মেডিকেল জোন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে বিভিন্ন ধরনের ওষুধ, স্যালাইন পানি বিতরণ করা হচ্ছে। এ ছাড়া প্রেসারও মাপা হচ্ছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা দিচ্ছেন ডা. নাদিম পারভেজ ইমন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করা এই চিকিৎসক বলেন, তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যেন তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলেট মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, আজকের এই সমাবেশ আমাদের জন্য লজ্জার। জুলাই আন্দোলনের এতগুলো মাস পর সরকারকে বোঝাতে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে, আলোচনা করতে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রীর সাথে।