05/10/2025 এআই হ্যাকাথন ২০২৫ : চ্যাম্পিয়ন রুয়েটের টিম ‘বুরাক'
রুয়েট প্রতিনিধি
৯ মে ২০২৫ ২২:৩১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের টিম ‘বুরাক’ (Buraq) এআই হ্যাকাথন ২০২৫-এ “Education – AI-driven Personalized Learning, Accessibility, Content Curation, Skill Development” বিভাগে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে।
গত ৬ ও ৭ মে ঢাকায় অনুষ্ঠিত এই হ্যাকাথনটি ছিল বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ, ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় এবং একেজেএস রিসোর্স ও এমটিবি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত।
প্রতিযোগিতা শেষে ৮ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। ৬টি ভিন্ন সেগমেন্টে ২০টি দলকে প্রাথমিকভাবে চূড়ান্তপর্বের জন্য মনোনীত করা হয়। সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের।
রুয়েট থেকে একমাত্র অংশগ্রহণকারী দল হিসেবে 'বুরাক' তাদের অভিনব আইডিয়া ও কার্যকর প্রোটোটাইপ দিয়ে বিচারকদের মন জয় করে নেয়। দলটি শুধু ধারণা উপস্থাপনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের উদ্ভাবনের একটি কার্যকর প্রোটোটাইপও তৈরি করেছে।
‘বুরাক’ দলের নেতৃত্ব দেন ইটিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মীর অলিউল পাশা তাজ। অন্য সদস্যরা হলেন: ইটিই ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ কাউসার এবং সিএসই ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোরাকিব হোসেন ও সাইফুস সিফাত।
তাদের উদ্ভাবিত প্রডাক্ট ‘Qasim’ মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহায়ক একটি ভার্চুয়াল ল্যাব হিসেবে কাজ করবে। নবাগত শিক্ষার্থীরা যখন কোনও ইলেকট্রিক্যাল সার্কিট কিংবা যান্ত্রিক সমস্যায় পড়বে, তখন তারা মোবাইল ফোনে সমস্যা ধারণ করে এই অ্যাপে জমা দিতে পারবে, এবং অ্যাপটি ধাপে ধাপে সমস্যার সমাধান প্রদান করবে।
দলটির সদস্যদের মতে, “এটা শুধু একটি আইডিয়ার প্রতিযোগিতা ছিল না, আমাদের বাস্তব প্রোটোটাইপও তৈরি করতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে কাজ করছি, যাতে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা আরও সহজ ও কার্যকর হয়।”
এই অর্জন রুয়েটের জন্য যেমন গর্বের, তেমনি দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।