05/10/2025 আ.লীগ নিষিদ্ধ না হলে ফের 'মার্চ টু ঢাকা', হুঁশিয়ারি নাহিদের
রাজ টাইমস ডেস্ক
১০ মে ২০২৫ ০০:০৯
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র মতো আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম লেখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক হবে—এটাই প্রত্যাশা। ঢাকার বিভিন্ন স্থানে এখন ব্লকেড চালু রয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে গোটা দেশ আবার ঢাকামুখী হবে।
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকেই এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে বিক্ষোভ শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও যমুনার প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।পরে শুক্রবার বিকেলে ‘শাহবাগ ব্লকেড’নামের কর্মসূচি ঘোষণা করে এনসিপি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের এই বার্তা স্পষ্টতই এক ধরনের আলটিমেটাম, যা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে।