27282

05/12/2025 ইবিতে ধর্মতত্ত্ব অনুষদ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

ইবিতে ধর্মতত্ত্ব অনুষদ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

ইবি প্রতিনিধি:

১১ মে ২০২৫ ২১:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯১ শতাংশ।

পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ। ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিয়ন্ত্রণে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার স্কাউট ও নৌ স্কাউট সদস্যরা।

ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ—এই চারটি বিভাগ নিয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র ছিল রবীন্দ্র-নজরুল কলাভবন ও অনুষদ ভবন।

ভর্তি ইচ্ছুক অনেক শিক্ষার্থী জানান, বিগত বছরের তুলনায় এবারের প্রশ্নপত্র ছিল কিছুটা ভিন্নধর্মী। তবে তারা আশাবাদী, সুযোগ পেলে ইসলামী বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করতে আগ্রহী।

এবিষয়ে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, ভর্তি পরিক্ষা অত্যন্ত সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই পরিক্ষায় অংশ নিয়েছে, তিনি আরো বলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচিত। তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]