27287

11/05/2025 গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে: সিইসি

গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে: সিইসি

রাজটাইমস ডেস্ক

১২ মে ২০২৫ ১৫:২৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট এলে দলটির নিবন্ধন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১২ মে) ইসি ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখনও সরকারের গেটেজ পাইনি। গেজেট এলে তখন সিদ্ধান্ত নিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘নিবন্ধন বাতিল হবে কিনা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে গেজেট আসুক।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]