27294

07/10/2025 টেস্টকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি

টেস্টকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি

রাজটাইমস ডেস্ক

১২ মে ২০২৫ ১৫:৪৫

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান সোমবার ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।

টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল জার্সি পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে— যা সারাজীবন বয়ে বেড়াব।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]