05/14/2025 চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ছেলের মৃত্যু, মা হাসপাতালে
রাজটাইমস ডেস্ক
১৩ মে ২০২৫ ২৩:২৭
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মিজানুর রহমান মিজান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবকের মা।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা-গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান শিবতলা-গুলবাগের মনোয়ার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিকেলে ঝড়-বৃষ্টির বাড়ির সামনে আম বাগানে অবস্থানের সময় বজ্রপাত হলে মিজান ও তার মা সুফিয়া খাতুন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। সুফিয়া খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা জানান, সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।