05/15/2025 ইবি সিরাজগঞ্জ জেলা কল্যান সমিতির নবীন বরন - প্রবীন বিদায়
ইবি প্রতিনিধি:
১৪ মে ২০২৫ ১৯:১০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
রায়হান ও অনামিকার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক অর্নব হাসান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহানসহ আরও অনেকে। এ অনুষ্ঠানে নবীনদের ফুল, কলম চাবির রিং, প্যাড দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ‘এ জেলা কল্যাণ অনেক পুরনো সংগঠন। আমি যখন এই ক্যাম্পাসে আসি তখন সর্বপ্রথম আমার পরিচয় হয় এই সংগঠনের সাথে। এ সংগঠন শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি, কর্মশালাসহ নানাবিধ কাজ করে। তবে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একাডেমিক রেজাল্ট ভালো করা, স্কিল ডেভেলপের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা জরুরি।
তোমরা স্কুল-কলেজে একটা গাইডলাইনের ভিতর দিয়ে পার করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। এতে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজ করা জরুরি। তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।’