27338

05/16/2025 রাজশাহীতে আম সংগ্রহ শুরু

রাজশাহীতে আম সংগ্রহ শুরু

রাজটাইমস ডেস্ক

১৫ মে ২০২৫ ১৯:২৫

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে পূর্ব ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুর দিকে গুটি জাতের আম ১৩শ থেকে ১৫শ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

কৃষকদের আশা, এবার তারা ভালো দাম পাবেন। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে। এছাড়া, হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাঙ্গো ১০ জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর পাড়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। সকাল থেকে গুটি জাতের আম গাছ থেকে নামানোর পর কৃষকরা তা পুঠিয়ার বানেশ্বর হাটে নিয়ে যাচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, ‘রাজশাহীর আমের বেশ সুখ্যাতি রয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আম সংগ্রহ শুরু হয়েছে। আশা করা যায়, তারা লাভবান হবেন।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]