2734

05/17/2024 স্পন্দন'র বর্ষপূতি উদযাপন ও শীতবস্ত্র বিতরণে রাসিক মেয়র

স্পন্দন'র বর্ষপূতি উদযাপন ও শীতবস্ত্র বিতরণে রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী ২০২১ ০৩:০১

জাতীয় পর্যায়ের যুব উন্নয়ন ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ এর প্রথম বর্ষপূতি উদযাপন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) বিকেল ৪টায় শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের দফায় দফায় খাদ্য সহায়তা, আর্থিকসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। আমি সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সব সময় মানুষের পাশে আছি। এখন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

মেয়র আরো বলেন, স্পন্দন শীতার্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্তদের পাশে এভাবেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নতুন বছরে করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরবো বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম। এ সময় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দীন জসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্পন্দন: তারুণের ভ্রাতৃত্বে মানবতা’ এর প্রথম বর্ষপূতি উদযাপন উপলক্ষ্যে দুই শতাধিক গরীব, অসহায়, ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শাহ মখদুম কলেজের প্রধান ফটকের সামনে ‘স্পন্দন মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে। মানবতার দেয়ালে রাখা আছে শীতবস্ত্র। সেখানে লেখা আছে ‘ যাঁহার প্রয়োজন তিনি নিবেন, যাঁহার ইচ্ছা তিনি দিবেন।’

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]