05/17/2025 রাবিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
রাজ টাইমস ডেস্ক
১৬ মে ২০২৫ ০৯:২৭
২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিষয় চয়েস, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির জন্য ইউনিটভিত্তিক বিষয় চয়েস গ্রহণ, ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, বিষয় চয়েস গ্রহণ করা হবে ২৬ থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত। ভর্তি শুরু হবে ১৬ জুন এবং শেষ হবে ২৪ জুলাই। ক্লাস শুরু হবে ৩ আগস্ট ২০২৫ তারিখ থেকে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।