2740

03/14/2025 পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

রাজটাইমস ডেক্স

২ জানুয়ারী ২০২১ ১৫:৪১

দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান আজ শুক্রবার নিজেদের পারমাণবিক ও কৌশলগত স্থাপনার তালিকা বিনিময় করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’–এর প্রতিবেদনে এ কথা জানানো হয়। এক চুক্তির আওতায় আজ ওই তালিকা বিনিময় করে ভারত–পাকিস্তান।

সেই চুক্তির অন্যতম শর্ত হলো: যুদ্ধে জড়ালেও দুই দেশ পরস্পরের পারমাণবিক স্থাপনায় আঘাত হানবে না। ১৯৮৮ সালের ডিসেম্বরে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ওই চুক্তি হয়। এরপর দুই দেশের মধ্যে বছরের প্রথম দিনেই এ তালিকা হস্তান্তর শুরু হয় ১৯৯২ সালে।

তালিকা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তাদের পারমাণবিক স্থাপনার তালিকা ভারতীয় হাইকমিশনে দিয়ে থাকে। একইভাবে ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের তালিকা পাকিস্তানের হাইকমিশনে জমা দেয়।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের আলাদা দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত তারা। এ পর্যন্ত তিনটি যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]