27413

05/21/2025 ইবিস্থ বরিশাল ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নোমান, সম্পাদক রাহাত

ইবিস্থ বরিশাল ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নোমান, সম্পাদক রাহাত

ইবি প্রতিনিধি:

২০ মে ২০২৫ ২০:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতি’র আংশিক কমিটি গঠিত হয়েছে। 

এতে সভাপতি হিসেবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রাহাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক চড়ুইভাতি ও মিলনমেলা অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে উপস্থিত কার্যনির্বাহী সদস্যদের ভোটের মাধ্যমে সর্বাধিক ভোট পেয়ে তারা নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. একেএম শামছুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমীন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. একে নুরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ বরিশাল বিভাগের শিক্ষক-কর্মকর্তারা। এছাড়াও সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]