27425

05/23/2025 তরুণদের মেধা বিকাশে ইবি শিবিরের বিজ্ঞান উৎসবের সাফল্যপূর্ণ সমাপ্তি

তরুণদের মেধা বিকাশে ইবি শিবিরের বিজ্ঞান উৎসবের সাফল্যপূর্ণ সমাপ্তি

ইবি প্রতিনিধি:

২২ মে ২০২৫ ১৫:৩১

তরুণ প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক ভাবনা জাগ্রত করা ও তাদের অন্তর্নিহিত সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব-২০২৫’।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ ব্যতিক্রমধর্মী উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে বিতরণ করা হয় লক্ষাধিক টাকার সম্মাননা ও পুরস্কার।

২১ মে (বুধবার) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হয়। ইবি ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু মুসা এবং কেন্দ্রীয় কলেজ ও বাণিজ্য শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগ দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

উৎসবে ‘প্রোগ্রামিং প্রতিযোগিতা’, ‘প্রকল্প উপস্থাপন’, ‘রুবিকস কিউব চ্যালেঞ্জ’ ও ‘বিজ্ঞান অলিম্পিয়াড’—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “উৎসবের স্টলগুলো ঘুরে আমি যে সব উদ্ভাবনী ধারণা দেখেছি, তাতে আমি আশাবাদী। শিক্ষার্থীদের মাঝে যে চিন্তার গভীরতা ও সৃজনশীলতা রয়েছে, তা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্য অর্জন করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এমন আয়োজনকে সহায়তা করার চেষ্টা করবে।”

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “দেশে মেধা ও প্রতিভার যথাযথ স্বীকৃতি এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে মেধাই হবে অগ্রগতির মূল চালিকা শক্তি। মুসলিম সভ্যতার ইতিহাসে বিজ্ঞান চর্চার গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।

দুর্ভাগ্যজনকভাবে, আজ বিজ্ঞান ও ধর্মকে বিচ্ছিন্ন ভাবা হচ্ছে—যা অস্থিরতার উৎস। আমাদের দরকার এমন একটি প্রজন্ম যারা সৃষ্টিশীল হবে, দায়িত্ববান হবে এবং সমাজকে ইতিবাচকভাবে রূপান্তর করবে। তরুণদের সুযোগ দিলে এবং দিকনির্দেশনা দিলে তারাই দেশকে এগিয়ে নিতে পারবে।”

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]