27464

05/25/2025 জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু

জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু

রাজ টাইমস ডেস্ক

২৫ মে ২০২৫ ১৪:৪৩

গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো বলে জানান প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

রোববার বেলা ১১টার দিকে প্রসিকিউশন দল ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করল।

চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসসহ জুলাই আন্দোলনে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো: ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে পুলিশ হত্যা করে বলে অভিযোগ দায়ের করা হয়।

এই ছয়জনকে হত্যার ঘটনায় আটজনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো: সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]