27467

05/26/2025 মাস্টার্সে সিজিপিএ-৪ পেলেন ইবি শিবির নেতা বান্না

মাস্টার্সে সিজিপিএ-৪ পেলেন ইবি শিবির নেতা বান্না

ইবি প্রতিনিধি:

২৫ মে ২০২৫ ১৮:৩৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি স্নাতকোত্তরের ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন। মেধাবী এ ছাত্রনেতা স্নাতকে সিজিপিএ-৩.৭৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৮-১৯  শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের (২০২৫) কার্যনির্বাহী নির্বাচনে শাখা ছাত্র শিবিরের আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হন তিনি। এছাড়াও তিনি শাখা ছাত্রশিবিরের পরামর্শ সভার সদস্য। 

অনুভূতি প্রকাশে হাসানুল বান্না অলি বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা ও সেজদাবনত শুকরিয়া আলহামদুলিল্লাহ। মাস্টার্সের পথচলা টা একটু বেশি বন্ধুর ছিলো তবে আল্লাহ তায়ালা সহায় ছিলেন। আমার এই রেজাল্টের জন্য সংগঠনের ভাইয়েরা চরম উৎসাহ দিতেন।

মূলত আমার জীবনের টার্গেট হলো ইকামতে দ্বীনের কাজ করে যাওয়া। বিদেশ থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে এসে দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। সবার কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন ভবিষ্যৎ পথচলা সহজ করে দেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]