275

03/14/2025 রাজশাহীতে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা

রাজশাহীতে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২০ ০৪:০৬

রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবীতে জীবন নেছা (জীবু) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করেছে ঘাতক স্বামী। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে হত্যার অভিযোগে স্বামী জালাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা জনাব আলী বাদি হয়ে মোহনপুর থানায় স্বামী জালালকে আসামি করে মামলা দায়ের করেন। নিহত গৃহবধূর বাবা জনাব আলী জানান, যৌতুকের জন্য প্রায়ই তার মেয়ে জীবন নেছাকে নির্যাতন করা হতো । এ নিয়ে আমার মেয়ে অনেক দিন আমার বাড়িতে ছিল। পরে তাকে নিয়ে যায় স্বামী জালাল সরকার। মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে অনেক টাকা দেয়া হয়েছে। তারপরেও যৌতুকের জন্য আবারও চাপ সৃষ্টি করে।

এর জের ধরে গত সোমবার ( ২৬ জুলাই) ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ায় জীবন নেছাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী জালাল। 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]