2750

05/05/2024 অ্যাপল সরাল ৩৯ হাজার গেম

অ্যাপল সরাল ৩৯ হাজার গেম

রাজটাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২১ ০৩:৩৯

লাইসেন্সবিহীন এমন ৩৯ হাজার গেম চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সব গেম প্রকাশকরা যাতে চীনা সরকারের কাছ থেকে লাইসেন্স নেন, সে কারণে এ বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল অ্যাপল।

আইফোন নির্মাতা এমন প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের খবর এক প্রতিবেদন জানানো হয়। সেখানো বলা হয়, ‘লাইসেন্সবিহীন’ গেমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে । এ দফায় ৩৯ হাজার গেমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেমও আক্রান্ত হয়েছে এ পদক্ষেপের কারণে।

অ্যাপল জানায়, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় হাজার পেইড গেমের মধ্যে মাত্র ৭৪টি রেহাই পেয়েছে অ্যাপলের এই ছাঁটাই থেকে।

প্রতিষ্ঠানটি গত বছরের জুন পর্যন্ত সরকার অনুমোদিত লাইসেন্স নম্বর জমা দিতে গেম প্রকাশকদের সময় দিয়েছিল অ্যাপল, যাতে বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজারটির গ্রাহকরা ইন-অ্যাপ পারচেজ চালিয়ে যেতে পারে।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]