03/17/2025 পদ্মাসেতু-মেট্রোরেল চালু ২২ সালের জুনে
রাজটাইমস ডেস্ক
৩ জানুয়ারী ২০২১ ২২:১৫
নির্মিতব্য পদ্মা সেতু ও মেট্রোরেল ২০২২ সালের জুন মাস নাগাদ চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্মাণাধীন পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী টানেলও চালু করা হবে।
রোববার (০৩ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। ২০২২ সালের জুন মাসের দিকে এটি চালু করা হবে।
উল্লেখ্য, প্রায় শতাংশ কাজ শেষ হওয়া এই মেগা প্রকল্প ৩০ হাজার ১৯৩ কোটি টাকার। এটি বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকার আশা করছে। পদ্মা সেতু চালু হলে এর সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার।
সর্বশেষ দেশের এই গুরুত্বপূর্ণ সেতুর সবগুলো স্পেন বসানোর কাজ শেষ হয়। এরপর থেকেই এটি কবে খুলে দেয়া হবে সেটি নিয়ে কৌতুহল দেখা দেয় দেশবাসীর মনে।