2759

04/19/2025 দুর্গাপুরে জমি-বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

দুর্গাপুরে জমি-বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

রাজটাইমস ডেস্ক

৪ জানুয়ারী ২০২১ ০১:৩৩

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার (০২ জানুয়ারি) 

রাত ৮টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের সাঁয়বাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে লাভলু মণ্ডল (৩৫)।

এদিকে ওই ঘটনায় নিহতের ছেলে সুমন ইসলাম বাদি হয়ে দুর্গাপুর থানায় তিনজন নামীয় ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় এলাকাসূত্রে জানা যায়, পারিবারিক জমি সংক্রান্তের জের ধরে উপজেলার সাঁয়বাড় দক্ষিণপাড়া গ্রামের ছামান আলীর সাথে লাভলু মণ্ডলের বিরোধ চলছিল। গত (২৪ ডিসেম্বর) জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে প্রতিপক্ষ ছামান ও তার দুই পুত্র সেলিম ও সোহেল রানা লাভলুকে বেধড়ক মারপিট করে।

মারধরের শিকার লাভলু গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর ২৬ ডিসেম্বর লাভলুর শারীরিক অবস্থার উন্নতি হলে রামেক হাসপাতাল থেকে বাড়ি ফিরেন। হঠাৎ করেই আবার লাভলুর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ২৮ ডিসেম্বর আবারও রামেক হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর থেকেই লাভলু রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জানুয়ারি শনিবার লাভলুর শারিরিক অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এই বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, ওই ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মামলার সুত্রধরে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]