27608

11/02/2025 তিন ঘণ্টা পরে রেল যোগাযোগ সচল

তিন ঘণ্টা পরে রেল যোগাযোগ সচল

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৫ ১৮:৩৫

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে যাত্রাবিরতি (স্টপেজ) এবং স্টেশন পুনর্নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এত করে আজ বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চলা অবরোধে বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ রয়েছে নন্দনগাছী রেলস্টেশনের কার্যক্রম। বর্তমানে কোনো লোকাল বা আন্তঃনগর ট্রেন সেখানে যাত্রাবিরতি করে না। প্লাটফর্মে ছাউনি থাকলেও স্টেশনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। মাঝে মাঝে কিছু ট্রেন ক্রসিংয়ের জন্য থামলেও যাত্রী ওঠানামার সুযোগ থাকে না। তাদের দাবির মধ্যে রয়েছে- সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনগুলোর নন্দনগাছী স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনটির সংস্কার। অবরোধ চলাকালীন সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছে আটকে পড়ে, যার ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]