27836

07/05/2025 ভারতীয় বাহিনী বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করে : নাহিদ ইসলাম

ভারতীয় বাহিনী বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করে : নাহিদ ইসলাম

রাজটাইমস ডেস্ক

৪ জুলাই ২০২৫ ১৮:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি- ভারতে যারা মুসলিম রয়েছেন, তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্রজনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ঠাকুরগাঁওসহ সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। এই সীমান্ত হত্যা আমরা বন্ধ করব। ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে যেসব অবহেলিত জেলা রয়েছে, এসব জেলায় কোনোপ্রকার আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তথ্য-প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, এ উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না। বরং ঠাকুরগাঁওসহ প্রান্তিক সকল জেলার উন্নয়ন যেদিন হবে, সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব।

এসসিপির প্রতি ঠাকুরগাঁওবাসীর সমর্থন কামনা করে নাহিদ ইসলাম বলেন, আপনাদের কাছে আসতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা সবাই কৃষকের সন্তান, ফলে এই কৃষকের মাটি ঠাকুরগাঁও থেকেই আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি। আপনাদের সহযোগিতা, সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, মর্যাদার ঠাকুরগাঁওসহ একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা: তাসনিম যারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক গোলাম মোর্তুজা সেলিমসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]