27847

07/06/2025 ডু অর ডাই ম্যাচে ২৪৮ রানের সংগ্রহ বাংলাদেশের

ডু অর ডাই ম্যাচে ২৪৮ রানের সংগ্রহ বাংলাদেশের

রাজ টাইমস ডেস্ক

৫ জুলাই ২০২৫ ১৯:০৮

ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২৪৯ রানের টার্গেট দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

শনিবার (৫ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ ইমন। ৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৩ রানে ১৯ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান শান্ত।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন পারভেজ ইমন। দারুণ ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। তবে দলীয় ১১০ রানে ৬৯ বলে ৬৭ রান করে আউট হন ইমন।

তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক মিরাজ। দলীয় ১২৬ রানে ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। এতে চাপে পড়ে বাংলাদেশ। চাপ সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ক্রিজে আসা শামীম হোসেন। ২৩ বলে ২২ রান করে আউট হন।

এরপর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন হৃদয়। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মাঝে ফিফটি তুলে নেন হৃদয়। ৬৯ বলে ৫১ রান করে আউট হন তিনি।

শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে ঝড়ো ব্যাটিং করেন পেসার তানজিম হাসান সাকিব। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজ আউট হলে ৪৫ ওভার ৪ বলে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তানজিম সাকিব। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো নেন ৪টি উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]